Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজির জয় কেড়ে নিয়ে নকআউটে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৪:০৫ এএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ  এ-তে গতকাল রাতে ম্যানসিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে পিএসজি। ম্যাচটিতে প্রথমে গোল করেও পরে দুটি গোল হজম করে হারতে হয় মেসিদের । এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে গেছে ম্যানসিটি। অপরদিকে পিএসজি হয়েছে গ্রুপ রানার্সআপ। এ ম্যাচটিসহ পিএসজির বিপক্ষে নিজ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয়বারের মতো মুখোমুখি হয়েছে সিটিজেনরা। আর তিনবারই তারা জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে। 
 
৫০ মিনিটের সময় মেসির বাঁকানো ক্রস থেকে ডি বক্সের ভেতর বল পান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতে পাওয়া  সুযোগ কাজে লাগাতে একটু ভুল করেননি এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১১টি ম্যাচে এটি তার দশম গোল। কিন্তু বেশিক্ষণ এ ব্যবধান ধরে রাখতে পারেনি ফরাসি জায়ান্টরা। ৬২ মিনিটের সময় পেদ্রির ক্রসে আলতো ছোয়ায় বল জালে জড়ান রহিম স্টার্লিং। ৭৫ মিনিটে নেইমার দলকে এগিয়ে নেয়ার একটি সুযোগ পান। কিন্তু ব্যর্থ হন তিনি। উল্টো ৭৬ মিনিটের সময় গ্যাব্রিয়েল জিসুস গোল করে সিটিজেনদের এগিয়ে নেন। 
 
অবশ্য ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় পিএসজির চেয়ে ঢের ভালো খেলে ম্যানসিটি। তাদের কঁপাল খারাপ বলতে হয় কারণ কোন গোলের দেখা পায়নি। ম্যাচের ৩৩ মিনিটের সময় ইকাই গুনদোগানের করা শট গোলবারে লেগে ফিরে আসে। পিএসজির ডিফেন্ডার মারকুইনহোস, আশরাফ হাকিমি, কিম্পেলে যদি নিজেদের খেলাটা খেলতে ব্যর্থ হতেন তাহলে প্রথমার্ধেই বিপদ ঘটে যেত পিএসজির। প্রথমার্ধে বলা যায় তাদের আক্রমণে থাকা ত্রিফলা মেসি, নেইমার ও এমবাপ্পে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ