নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মালদ্বীপের নারী লিগে আবারো সাবিনা ঝলক দেখলেন দেশটির ফুটবলপ্রেমীরা। এই লিগে ধিবেহি সিফাইং ক্লাবের পক্ষে নিজেদের প্রথম ম্যাচে সাবিনা জোড়া গোল করে দলকে জিতেছিলেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ গোলমেশিনের নিষ্ঠুরতায় ধিবেহি সিফাইং খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে ট্রেড ক্লাবকে। গতকাল মালেতে অনুষ্ঠিত ম্যাচে সাবিনা ও সুমাইয়া ঝলকে ধিবেহি সিফাইং ২২-২ গোলে বিধ্বস্ত করে ট্রেড ক্লাবকে। বিজয়ী দলের হয়ে সাবিনা একাই করেন ১০ গোল।
এটা নিয়ে চতুর্থবারের মতো মালদ্বীপের ঘরোয়া আসরে খেলতে মালে গেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা। একই ক্লাবে তার সঙ্গি হয়েছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের আরেক ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। প্রথম ম্যাচে গোল না পেলেও দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক দিয়ে খাতা খুলেছেন তিনিও। ম্যাচে সাবিনা ও সুমাইয়ার সামনে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিল ট্রেড ক্লাবের ডিফেন্ডাররা। একপর্যায়ে গোল হওয়ার পর জাল থেকে বল কুড়ানোই বন্ধ করে দেন তারা।
সাবিনাদের পরের ম্যাচ পুলিশ ক্লাবের বিপক্ষে ২৭ নভেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।