সেক্সটেপ ইস্যুতে আজ ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমাকে এক বছরের স্থগিত জেল ও ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এ ঘটনা কি বেনজেমার ফুটবল ক্যারিয়ারে প্রভাব ফেলবে? তাকে কি জেলে যেতে হবে? নানান দিক দিয়ে এখন নানান প্রশ্ন উঠছে। কি আছে বেনজেমার কঁপালে এ চিন্তায় ব্যাকুল তার ভক্তকুল।
সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠছে সেটি হলো বেনজেমাকে কি জেলের ভাত খেতে হবে?
না!। ফ্রান্সের নিয়ম অনুযায়ী কাউকে যদি দুই বছরের কম সময়ের জন্য সাজা দেয়া হয় তাহলে সেই ব্যক্তিকে জেলে যেতে হয় না। তবে সাজার সময়ে যদি নতুন করে কোন অপরাধে জড়ায় তাহলে সোজা জেলে ঢুকিয়ে দেয়া হবে। যেহেতু বেনজেমাকে এক বছরের সাজা দেয়া হয়েছে। তাই তাকে জেলের ভেতরে থাকতে হবে না।
বেনজেমা কি ফ্রান্সের হয়ে খেলতে পারবেন?
বেনজেমা বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলতে পারবেন কি-না এটি পুরোপুরি নির্ভর করছে ফরাসি ফুটবল ফেডারেশনের উপর। ২০১৫ সালে সেক্সটেপ কান্ডের পর জাতীয় দলে জায়গা হারান তিনি। দীর্ঘ সময় পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম্প তাকে আবার এ বছর ইউরোর আগে দলে ডাকেন, তার অসাধারণ পারফরমেন্সের কারণে। ফলে বেনজেমাকে নতুন করে এই ঘটনার কারণে বাদ দেয়ার সম্ভাবনা খুবই কম।
ব্যালন ডি’অর জেতায় কোন প্রভাব ফেলবে?
কোনভাবেই না। ব্যালন ডি’অরের জন্য তিনি মনোনীত হয়েছেন ফুটবল মাঠের পারফরমেন্স দেখিয়ে। ফলে তাকে এবারের ব্যালন ডি’অর পুরস্কারের যে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে সেখান থেকে বাদ দেয়ার কোন সুযোগ নেই। সূত্র : মার্কা।