Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদারের আদালতে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে জেরা করা হয়। জেরা করেন আব্দুর রেজ্জাক খান। কিন্তু এদিন খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ না হওয়ায় বিচারক আগামী ২৭ অক্টোবর অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেন। এর আগে গত ৬ অক্টোবর হারুন অর রশিদ তার জবানবন্দি শেষ করেন। মামলাটির অভিযোগপত্রের ৩২ জন সাক্ষীর মধ্যে ৩১তম জনের সাক্ষ্যগ্রহণ চলছে। জানা গেছে, মামলাটিতে এরপর দুদক আর কোনো সাক্ষী দেবে না। এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের পক্ষে আইনজীবীরা হাজিরা দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ