Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে অস্ত্রসহ গ্রেফতার ৩

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

যশোরে অস্ত্রসহ রফিক সরদার, ফরিদ ও কামরুজ্জামান প্রান্ত নামে তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ । গত মঙ্গলবার রাত ১১টায় সদর উপজেলার পুলেরহাট থেকে তাদের আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, র‌্যাবের কাছে গোপন খবর ছিলো শহরতলির পুলেরহাট বাজারে রাজগঞ্জ সড়কে গাফ্ফার মার্কেটের সামনে তিনজন সন্ত্রাসী অস্ত্র হাত বদলের জন্য অবস্থান করছে। এসময় র‌্যাব ওই তিন সন্ত্রাসীকে আটক করে। তাদের দেহ তল্লাাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ও তিনটি সিমকাড উদ্ধার করা হয়।
আটক রফিক সরদার শহরতলির পুলেরহাটের বেড়বাড়ির মফিজ সরদারের ছেলে, ফরিদ শহতলির ভাতুড়িয়া গ্রামের মজিদের ছেলে ও কামরুজ্জামান প্রাপ্ত শহরের শংকরপুরে আবুল কাসেমের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ গ্রেফতার ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ