Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সউদী আরব প্রতি ৩ মাস পর পর ইস্যু করবে ইকামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে, তারা গৃহকর্মী ব্যতীত বাসিন্দাদের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে আবাসিক পারমিট (ইকামা) প্রদান ও নবায়ন শুরু করেছে। দেশটির সাধারণ পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং সৌদি ডেটা অ্যান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের (এসডিএআইএ) সহযোগিতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন স্কিম অনুযায়ী, নিয়োগকর্তারা ওয়ার্ক পারমিট, ইকামা নবায়ন করতে পারবেন এবং প্রতি তিন, ছয়, নয় এবং ১২ মাসে আর্থিক ক্ষতিপূরণ দিতে পারবেন। পাসপোর্টের সাধারণ অধিদপ্তর স্পষ্ট করেছে যে, পরিষেবাটি আবশার বিজনেস এবং মুকিম প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ। এদিকে, মানব সম্পদ মন্ত্রণালয় বলেছে যে, ওয়ার্ক পারমিট সম্পর্কিত পরিষেবাগুলি কিওয়া প্ল্যাটফর্ম এবং শ্রম পরিষেবার জন্য ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। সূত্র : আরব নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ