Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবছর ইয়েমেন যুদ্ধে ৩ লাখ ৭৭ হাজার লোকের মৃত্যু হতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

ইয়েমেনে চলতি বছরের শেষ নাগাদ সাত বছরের যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মারা যাবে তিন লাখ ৭৭ হাজার লোক। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের একটি সংস্থার হিসেবে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, নিরাপদ পানির ঘাটতি,ক্ষুধা ও রোগের মতো অপ্রত্যক্ষ কারণে এর প্রায় ৬০ শতাংশ লোক মারা যাবে। সরাসরি যুদ্ধে মারা যাবে দেড় লাখেরও বেশি লোক। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির খবরে বলা হয়েছে, অপ্রত্যক্ষ কারণে যারা মার যাবে তাদের অধিকাংশই শিশু। পুষ্টিহীনতা এর অন্যতম কারণ। উল্লেখ্য, ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেয়ার পর ২০১৫ সালের প্রথম দিকে সউদী নেতৃত্বাধীন জোট দেশটির সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটির উন্নয়নে এর মারাত্মক প্রভাব পড়েছে বলে জাতিসংঘের এ রিপোর্টে বলা হয়। এছাড়া, ইয়েমেন যুদ্ধকে প্রায়ই বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানিবক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। অব্যাহত যুদ্ধের ভবিষ্যত প্রভাব বর্ণনা করতে গিয়ে সংস্থাটি বলছে, ২০৩০ সাল নাগাদ এ যুদ্ধে ১৩ লাখ লোক মারা যাবে। তবে, যদি যুদ্ধ বন্ধ করা যায় তাহলে ২০৫০ সাল নাগাদ দেশটিকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে। সূত্র : এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ