Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলগ্রেডে রকেটের ইঞ্জিন তৈরির কারখানায় বিস্ফোরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম


সার্বিয়ার রাজধানীর ঠিক বাইরে এই কারখানায় মঙ্গলবার একের পর এক বিস্ফোরণ হয়। আগুন লাগে। অন্ততপক্ষে দুই জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬ জন। যেখানে রকেটের ইঞ্জিনগুলি রাখা ছিল, সেই জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই কারখানায় টার্বোজেটসহ বিভিন্ন ধরনের রকেট ইঞ্জিন তৈরি হত বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় দমকল বিভাগের কাছে প্রথম ফোন আসে স্থানীয় সময় দুপুর দুইটার সময়। কারখানাটি বেলগ্রেডের থেকে ১৩ কিলোমিটার দূরে। কারখানার রকেট জ্বালানি কেন্দ্রে প্রথম বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়, সেখানে প্রায় ৫০০টি রকেট ইঞ্জিন রাখা ছিল। প্রতিটির মধ্যে ৩০ কিলোগ্রাম করে বিস্ফোরক ছিল। দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, তাদের কর্মীরা আহতদের সন্ধান করছেন। পুরো এলাকা তারা ঘুরে দেখছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরণের সময় ৪০ জন কর্মী ভিতরে ছিলেন বলে আরটিএস টিভি জানিয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। যেখানে ইঞ্জিনগুলি রাখা ছিল, তা পুরোপুরি ধ্বংস হয়ে গছে। সেখানে মাটিতে গভীর গর্তও হয়েছে। পুলিশ জানিয়েছে, আগুন ছড়ায়নি। স্থানীয় বাসিন্দারা নিরাপদে আছেন। সূত্র : এপি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ