মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত সেপ্টেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে বৈধ মুদ্রার স্বীকৃতি দিয়েছিল মধ্য আমেরিকার দেশ এল সালভেদর। এরপর গত শনিবার বিশ্বের প্রথম বিটকয়েন সিটি তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে। ৪০ বছর বয়সী বুকেলে বিটকয়েনের বড় সমর্থক। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই ক্রিপ্টোকারেন্সিকে বৈধ মুদ্রার স্বীকৃতিও দিয়েছে তার দেশ। এই শহর নির্মাণ হলে এটি হবে আনুষ্ঠানিকাভবে স্বীকৃত প্রথম কোনো বিটকয়েন শহর। প্রেসিডেন্ট জানিয়েছেন, এই শহর গড়তে দুই মাসের মধ্যে এক বিলিয়ন ডলার মূল্যের বন্ড ছাড়া হবে। এই অর্থের অর্ধেক দিয়ে বিটকয়েন কেনা হবে। বাকিটা শহর গড়ার কাজে ব্যবহার করা হবে। তিনি জানান, জিওথার্মাল এনার্জি পেতে একটি আগ্নেয়গিরির কাছে এই শহর গড়ে তোলা হবে। এই এনার্জি দিয়ে শহর ও বিটকয়েন মাইনিংয়ের প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটানো হবে। বিটকয়েন সিটির মূল উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। এজন্য ওই শহরের বাসিন্দাদের শুধু ভ্যাট দিতে হবে। এছাড়া অন্য কোনো কর দিতে হবে না। কয়েন ডেস্ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।