Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনসাফ বারাকাহ হাসপাতাল-সোনালী লাইফ ইন্স্যুরেন্স স্বাস্থ্য সেবা চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৭:৫২ পিএম

ইনসাফ বারাকাহ হাসপাতালের সঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের (স্বাস্থ্য সেবা) কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) প্রিভিলেজ কার্ডের আওতাভূক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তাদের জন্য ডিসকাউন্ট সুবিধা পাওয়ার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হসপিটালের সাথে এ সমঝোতা চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান (চলতি দায়িত্ব), জেনারেল ম্যানেজার বিকাশ চন্দ্র বিশ্বাস, অ্যাসিসট্যান্ট এজেন্সি ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হসপিটালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন ও জেনারেল ম্যানেজার মো. মোজাফফর হাসান খান, সহকারী ব্যবস্থাপক (মিডিয়া ও বিপণন), হিরো মিয়া, সাদ আব্দুল্লাহসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর গ্রাহক, এজেন্ট ও কর্মকর্তারা ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হসপিটালের ডায়গনস্টিক পরীক্ষা নিরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ৬ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ