Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৭:৫১ পিএম
বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। দীর্ঘ ১২ বছর সাদা পোশাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহমুদউল্লাহ। 
 
৩৫ বছর বয়সী মাহমুদউল্লাহর টেস্ট অভিষেক হয় ২০০৯ সালে। তিনি মোট ৫০টি ম্যাচ খেলেছেন। ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। সেঞ্চুরি হাঁকিয়েছেন পাঁচটি। হাফসেঞ্চুরি ১৬টি। আর বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট। বাংলাদেশকে তিনি ছয়টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। 
 
নিজের ৫০তম টেস্ট ম্যাচটি তিনি খেলেন গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। তখনি তিনি জানিয়েছিলেন টেস্ট থেকে অবসর নেয়ার কথা। এখন এটি অফিসিয়ালি জানিয়ে দিলেন। হারারে স্পোর্টস ক্লাবে হওয়া ম্যাচটিতে তিনি ১৫০ রানের অপরাজিত ইনিংস। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ২২০ রানের বিশাল ব্যবধানে। আর হার না মানা ইনিংস খেলার কারণে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। 
 
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলা চালিয়ে যাবেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ