প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিলের নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’-এর দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। এছাড়া ভাতের নামকরা অভিনেতা ও কলাকুশলীরা রয়েছেন। এর মধ্যে রয়েছেন প্রদীপ রাওয়াত, কবির দুহান প্রমুখ। দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হচ্ছে। একজন নেত্রীর সততা ও দক্ষতার প্রেক্ষাপট সিনেমাটিতে তুলে ধরা হবে। সিনেমাটির প্রথম ধাপের শুটিং সিলেটের মনোরম লোকেশনে হয়েছিল। এখন ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে। এতে ভারত থেকে আগত অভিনেতারা অংশগ্রহণ করছেন। অনন্ত তার ভেরিফায়েড ফেসবুকে ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী বর্ষা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে মঞ্চে ভাষণ দিচ্ছেন। কখনো জনসমাগমের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবিতে অনন্তও রয়েছেন। এদিকে অনন্তর ‘দিন দ্য ডে’ সিনেমাটি ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।