Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম টেস্টে খেলতে পারবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৭:১৫ পিএম
শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে। এই সিরিজের প্রাথমিক দলে রাখা হয় সাকিবকে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচটি থেকে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন সাকিব পুরোপুরি সেরে উঠেন এখনো। ফলে তার পক্ষে ম্যাচ খেলা সম্ভব নয়। এমনকি সিরিজের দ্বিতীয় ম্যাচটটিতেও তিনি খেলতে পারবেন না বলে শঙ্কা করা হচ্ছে। 
 
এই ইনজুরির কারণে ওপেনার তামিম ইকবাল, দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আগেই ছিটকে যান। এখন এই তালিকায় যোগ হলো সাকিবের নাম। 
 
এদিকে চট্টগ্রাম টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন মৌসুমে নিজেদের যাত্রা শুরু  করবে বাংলাদেশ-পাকিস্তান উভয় দল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ