Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় ফেরি ডুবে কমপক্ষে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৬:১১ পিএম

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় একটি উপহ্রদে ফেরি ডুবে কমপক্ষে ৬ জন নিহত ও আরও প্রায় ১০ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলের কিন্নিয়া শহরের উপহ্রদে ফেরি ডুবির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, ফেরিটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের অধিকাংশ শিক্ষার্থী ও শিক্ষক। তারা কিনিইয়া শহরে তাদের স্কুলে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ফেরিটি ডুবে যায়। গ্রামবাসী, পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে ২০ জনকে উদ্ধার করেছে। এদের অধিকাংশই শিশু।
কিন্নিয়া পুলিশের মুখপাত্র নিহাল থালডুওয়া বলেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কিন্নিয়া শহরের উপহ্রদের এক পাশ থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের অপর পাড়ের একটি স্কুলে নিয়ে যাচ্ছিল। উপহ্রদ পারাপারের সময় এই ফেরি ডুবির ঘটনা ঘটেছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ফেরিটি ডুবে যাওয়ার কারণ এখনও সনাক্ত করা যায়নি।
নিখোঁজ লোকজনের সন্ধানে ডুবুরিসহ নৌবাহিনীর আটটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে তল্লাশি অভিযান আজকের মতো বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ