Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্লীল ভিডিও নিয়ে সতীর্থ ফুটবলারকে সত্যিই ব্ল্যাকমেইল করেছিলেন বেনেজমা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৪:৩৫ পিএম
ফ্রান্সের ফুটবলার মাথিউ ভালবুয়েনার সঙ্গে ২০১৫ সালে এক নারীর যৌন সম্পর্ক গড়ার একটি গোপর ভিডিও চলে যায় কিছু  ব্ল্যাকমেইলারের হাতে। এ বিষয়টি ধামাচাপা দিতে তার কাছে টাকা দাবী করে সেই ব্ল্যাকমেইলাররা। তখন ম্যাথিউর সঙ্গে ফ্রান্স জাতীয় দলে একসঙ্গে খেলতেন করিম বেনজেমা। তিনি না-কি ম্যাথিউর কাছে বলেছিলেন ব্ল্যাকমেইলারদের টাকা দিয়ে বিষয়টি চাপা দিয়ে দিতে। আর তখনই ম্যাথিউর সন্দেহ হয় বেনজেমাও হয়ত এটির সঙ্গে জড়িত। তিনি রিয়াল মাদ্রিদের তারকার বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও বেনজেমা সব সময় এ অভিযোগ অস্বীকার করে এসেছেন। তিনি বলেছেন তিনি নিছকই সতীর্থ হিসেবে তাকে বলেছিলেন বিপদ এড়াতে টাকা দিয়ে দিতে । 
 
তবে আজ এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন করিম বেনজেমা। তার বিরুদ্ধে  ব্ল্যাকমেইলিং কান্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। যার কারণে তাকে এক বছরের সাসপেন্ডেড জেল ও ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এ বিষয়ে বেনজেমাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গত মাসে বিচার শুরু হয়। আদালতের পক্ষ থেকে বলা হয় বেনজেমা মধ্যস্থ্যতাকারী হিসেবে কাজ করেছেন। 
 
এ ঘটনার পর বেনজেমা ও ম্যাথিউ দুইজনই ফ্রান্স দলে নিজেদের জায়গা হারান। তবে আবার তারা ফিরেও এসেছেন দলে। 
 
এদিকে এই রায় পড়ার সময় বেনজেমা ও ম্যাথিউ যে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলেন, উপস্থিত ছিলেন না। সূত্র : বিবিসি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ