Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ নয় ১৭ ডিসেম্বর ঢাকায় মুখোমুখি ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১১:৩৪ এএম

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। এর মধ্যে মাঠে পতাকা নিয়ে প্রবেশ ও পাকিস্তানের সমর্থন নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে।

এদিকে আগামী ১৪ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্ট। ছয় জাতির এ টুর্নামেন্টে সবচেয়ে বড় দ্বৈরথ গ্রুপ পর্বেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ। ম্যাচটি মওলানা ভাসানী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আগামী ১৬ ডিসেম্বর।

কিন্তু সেদিন মহান বিজয় দিবস হওয়ায় ওই দিনের সব ম্যাচ পিছিয়ে দিতে এশিয়ান হকি ফেডারেশনকে অনুরোধ করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। এ জন্য ভারত-পাকিস্তান ম্যাচটি এক দিন পিছিয়ে ১৭ ডিসেম্বর নেওয়া হয়েছে।

শুধু ভারত-পাকিস্তানের ম্যাচই নয়, সেদিনের মালয়েশিয়া-জাপান এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচও এক দিন পিছিয়ে ১৭ ডিসেম্বর নেওয়া হয়েছে।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ‌‘বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে অনেক দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান সেদিন ঢাকায় থাকবেন। যে কারণে ভারত ও পাকিস্তানের মতো দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া কঠিন হতো। এ জন্যই আমরা ওই দিনের তিনটি ম্যাচই পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। এশিয়ান হকি ফেডারেশন আমাদের আবেদনে সাড়া দেওয়ায় আমরা খুশি।’



 

Show all comments
  • Md Imam ২৪ নভেম্বর, ২০২১, ১২:৩০ পিএম says : 1
    যারা বিজয়ের মাসে পাকিস্তানের সঙ্গে খেলার আয়োজন করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
    Total Reply(0) Reply
  • Md. Ahmed Ali ২৪ নভেম্বর, ২০২১, ১২:৩০ পিএম says : 0
    যদি সেদিন গেলারিতে দর্শক না তাকে ভাল হত।
    Total Reply(0) Reply
  • Abdul Ahad ২৪ নভেম্বর, ২০২১, ১২:৩১ পিএম says : 1
    বিজয়ের মাসে পাকিস্তান সাথে খেলা বন্ধ হোক। কারণ ৭১জিতেছিলাম আর বিজয়ের মাসে হারছি।
    Total Reply(0) Reply
  • Nazrul Islam ২৪ নভেম্বর, ২০২১, ১২:৩১ পিএম says : 0
    হকি খেলা কখনো ১০ মিনিটও দেখি নাই।
    Total Reply(0) Reply
  • Taslima Jouthy ২৪ নভেম্বর, ২০২১, ১২:৩২ পিএম says : 1
    সেদিন যারা যারা পাকিস্তানের সার্পোট করবেন সবাইকে কারাগারে পুরা হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ