Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনেফিকার বিপক্ষে বার্সার গোলশূণ্য ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৪:১৬ এএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার গ্রুপ ই-তে  নিজ ঘরের মাঠ বেনেফিকার বিপক্ষে ০-০ গোলে ড্র করেছে বার্সেলোনা। এটি ছিল নতুন কোচ জাভির চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ। 
 
দুই দলের কেউ গোল করতে না পারলেও, গোল করার চেস্টার কোন ত্রুটি ছিল না। দুই দলই বল জালে জড়িয়েছিল। কিন্তু তাদের গোল বাতিল করে দেয়া হয়। 
 
এখন রাউন্ড ষোলতে যেতে হলে বার্সাকে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের মাঠে গিয়ে জয় পেতে হবে। আগামী ৮ ডিসেম্বর হবে ম্যাচটি। বর্তমানে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বার্সা। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে বেনেফিকা। ফলে বার্সার সামনে প্রথমে জয় ছাড়া কোন উপায় নেই।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ