Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়ারিয়ালকে শেষ মূহুর্তের রোমাঞ্চে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে গেল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ২:২২ এএম | আপডেট : ২:২৪ এএম, ২৪ নভেম্বর, ২০২১
পুরো ম্যাচে যাচ্ছে তাই অবস্থা! কয়েকদিন ধরে বাজে পারফরমেন্সের যে ভূত ম্যানচেস্টার ইউনাইটেডের উপর ভর করেছিল সেটি যেন আরো স্পষ্ট হলো মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে। মনে হচ্ছিল আরেকটি বিপর্যয়ে পড়তে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। কিন্তু না! উল্টো গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এর মাধ্যমে গ্রুপ এফ-থেকে প্রথম দল হিসেবে নক আউট ম্যাচে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে রেড ডেভিলদের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জাদোন সানচো। ম্যানইউর হয়ে সানচোর এটি প্রথম গোল। 
 
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্টের বিপক্ষে হারের ক্ষত নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ কারণে  ম্যাচের শুরুতেই কেমন যেন ভুগতে থাকে তারা। তবে ম্যাচ শেষ হতে যখন আর ১৫ মিনিটের মতো বাকি। তখন বদলে গেল দৃশ্যপট। পুরো ম্যাচে ভুগতে থাকা ম্যানইউ হঠাৎ করেই বদলে গেল। বিশেষ করে ৬৬ মিনিটের সময় মার্কাস রাসফোর্ড ও ব্রূনো ফার্নান্দেজ বদলি হিসেবে নামার পর। তারা খেলায় গতি নিয়ে আসেন। এরপর শুরু হয় ম্যান ইউর খেল। এ সময় আত্মবিশ্বাস ফিরে পায় গোটা দল। সেটি ৭৮ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করার পর আরো প্রবল হয়। বলা যায় এ গোলটি উপহার পেয়েছেন রোনালদো। এ সময় ভিয়ারিয়ালের গোলরক্ষক রুলি  বল পাস দেন সতীর্থ কাপুর কাছে। কিন্তু সেটি দৌড়ে গিয়ে আটকে দেন ফ্রেড। আর টোকা লেগে বল চলে যায় রোনালদোর কাছে। এতে করে গোল করার দারুণ সুযোগ পেয়ে তা করতে ভুল করেননি সিআরসেভেন। এরপর ৯০ মিনিটের সময় জাদোন সানচো দূর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করে দেন।
 
গত কয়েক সপ্তাহ ধরে ম্যানইউতে যে অচলাবস্থা দেখা দিয়েছে তা একটু হলেও কমে আসবে এই জয়ে। আর অবশেষে রোনালদোরাও আনন্দ করার মতো একটি উপলক্ষ পেয়ে গেলেন। 
 
ম্যানইডর এই জয়ে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার অবদান অনস্বীকার্য। তিনি দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুর্দান্তভাবে বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন। ফলে শেষ পর্যন্ত রেড ডেভিলদের কোন গোল হজম করতে হয়নি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ