প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গঙ্গা-যমুনা নাট্যোৎসব ২০১৬ শুরু হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ৮ম প্রযোজনা ঈর্ষা নাটকটি। সৈয়দ শামসুল হকের নিরীক্ষাধর্মী কাব্যনাটক এটি। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। হিরা জানান, পুরো নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। এতে সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং ছোট সংলাপটির ব্যাপ্তি ১৬ মিনিট। এ রকম কাঠামোতে এর পূর্বে বাংলা ভাষায় নাটক লেখা হয়নি। তিনি জানান, নাটক শুরুর আগে সৈয়দ শামসুল হককে নিয়ে প্রাঙ্গণেমোর নাট্যদল নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে। ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’ শিরোনামের এ তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হকের সহধর্মিণী লেখিকা সৈয়দ আনোয়ারা হক এবং তার পুত্র। তথ্যচিত্রে সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকারের পাশাপাশি তার সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন তুলে ধরা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।