লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফি অষ্টমবারের মতো জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এ পুরষ্কারটি দিয়ে থাকে। এই পুরষ্কার মেসির চেয়ে বেশি আর কেউ পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার পিচিচির ট্রফি জয় করেছেন তেলমো জারা। তেলমো নিজের ষষ্ঠ পিচিচিটি জয় করেছিলেন ১৯৫২-৫৩ মৌসুমে। তার এই রেকর্ডটি অক্ষত ছিল প্রায় ৭০ বছর। এরপর মেসি সেই রেকর্ড ভেঙেছেন। আবার নতুন রেকর্ড গড়েছেন। মেসিকে পিচিচির পুরষ্কারদাতা মার্কার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল ‘আপনাকে লা লিগা ছাড়তে হয়েছে। কিন্তু আপনি এই রেকর্ড (সর্বোচ্চবার পিচিচির ট্রফি জয়) ও অনেক রেকর্ড ভেঙেছেন, যে গুলো কখনো কেউ হয়ত ভাঙতে পারবে না। আপনার কি মনে হয়?।’
এই প্রশ্নের জবাবে মেসি বলেন এখন লা লিগায় গড়া রেকর্ডগুলো নিয়ে ভাবার সময় নেই তার। যখন তিনি খেলোয়াড় হিসেবে অবসর নেবেন তখন এগুলো নিয়ে ভাববেন এবং রেকর্ডগুলো অক্ষত থাকলে সেগুলো নিয়ে গর্ববোধ করবেন।
এ ব্যপারে মেসি বলেন, ‘এখন প্যারিসে (পিএসজিতে) থেকে আমি ওইগুলোকে দাম দেই না। আপনার প্রতি তিন দিন পর একটি ম্যাচ খেলতে হয়, আর তাই রেকর্ড নিয়ে ভাবার সময় নেই। একটাই লক্ষ এখন খেলায়। সেটি হলো খেলতে আসা, চ্যালেঞ্জ ও লক্ষগুলো অর্জন করা যেগুলো আমরা নিজেদের জন্য নির্ধারণ করেছি। যখন আমি অবসরে যাব, তখন আমি দেখা শুরু করব যে রেকর্ডগুলো আমি গড়তে ভাগ্যবান ছিলাম। তখন আমি সেই রেকর্ডগুলোকে দাম দিব, যতটুকু এগুলোর দাম আছে। তখন রেকর্ডগুলো নিয়ে ভাবার বিষয়টি হবে অসাধারণ। ’