Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের পোশাক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিষ্টি জান্নাত

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভারতের পোশাক কোম্পানি গিগল-এর বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িক মিষ্টি জান্নাত। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে মিষ্টি জান্নাত ও গিগল কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গিগলের ৮টি শো-রুম ইতোমধ্যে বাংলাদেশে খোলা হয়েছে। আগামী ৪ নভেম্বরে মিরপুরে আরেকটি শো-রুম উদ্বোধন করবেন মিষ্টি। উদ্বোধন উপলক্ষে নানা অনুষ্ঠান ও র‌্যাম্প শো-এর আয়োজন করা হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর মিষ্টি জান্নাত প্রতিষ্ঠানের সকল ব্র্যান্ডিং-এর সাথে যুক্ত থাকবেন এবং কোম্পানির প্রচারণায় অংশ নেবেন। প্রতিষ্ঠানটির বাংলাদেশে যাত্রা উপলক্ষে একটি কুইজ আয়োজন হয়েছে। যার পুরস্কার হিসেবে আগামী ২১ নভেম্বর বিজয়ীকে তুলে দেয়া হবে টাটা ন্যানো কার। মিষ্টি জান্নাত বলেন, গিগলের মতো একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারের জন্য একটি ইতিবাচক দিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের পোশাক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিষ্টি জান্নাত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ