Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনীর মধুর প্রতিশোধ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

ঘরোয়া হকির সর্বোচ্চ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ঢাকা আবাহনী লিমিটেডকে। এবার সুপার লিগে সেই হারের মধুর প্রতিশোধ নিলো আবাহনী। জিতলে শিরোপা লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে থাকতো মোহামেডান। অপরদিকে মর্যাদার লড়াইয়ে প্রতিশোধ নিতে পারলে শিরোপার দৌঁড়ে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সঙ্গে সমান তালে এগিয়ে যাবে আবাহনী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জিতল আবাহনীই। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী ৪-২ গোলে হারায় মোহামেডানকে।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দু’দলই। তবে বল পজেশনে এগিয়ে থাকা মোহামেডান পিছিয়ে পড়ে শুরুতেই। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে পেনাল্টি কর্ণার (পিসি) থেকে গোল করে দলকে এগিয়ে দেন আবাহনীর খোরশেদুর রহমান (১-০)। মিনিট চারেক পর পাওয়া তৃতীয় পিসিতে সেই গোল শোধ দিয়ে সমতা আনেন মোহামেডানের আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো পেইলাত (১-১)। ২৮ মিনিটে ফিল্ড গোলে আকাশী হলুদদের এগিয়ে দেন আরশাদ হোসেন (২-১)। মিনিট ছয়েক পর পিসি থেকে আবাহনীকে আরও এগিয়ে দেন খোরশেদুর রহমান (৩-১)। ম্যাচে ফিরতে মরিয়া রাসেল মাহমুদ জিমিরা মরিয়া হয়ে চেষ্টা করেন। কিন্তু কোন ভাবেই সফল হচ্ছিলেন না। বার বার পিসি থেকে গোলের সুযোগ নষ্ট করেন পেইলাত। এমনকি পেনাল্টি স্ট্রোকেও গোল করতে ব্যর্থ হন তিনি। ৪০ মিনিটে পেইলাতের করা পেনাল্টি স্ট্রোক বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। মিনিট চারেক পর সফল হন পেইলাত। পিসি থেকে সাদা কালোদের ফের গোল এনে দেন তিনি (২-৩)। ম্যাচের শেষ দিকে যেন খেই হারিয়ে ফেলে মোহামেডান। তাদের মিস পাস এবং সুযোগ নষ্টের খেসারত দিতে হয়। ম্যাচের অন্তিম সময়ে অলআউট খেলতে গিয়ে পোস্ট ফাঁকা হয়ে যায় জিমিদের। সেই সুযোগে বল পেয়ে একাই ছুটে যান বিজর্ন কেল্লেরমান। বাঁ দিক থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি (৪-২)। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলা মোহামেডানের সংগ্রহ ৩৩ পয়েন্টে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ