Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ভালোবাসা দিবসে দিঠির নতুন গান

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি বাজারে এসেছে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী দিঠি আনোয়ারের চতুর্থ একক অ্যালবাম ‘পোড়াচোখ’। অ্যালবামটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। শ্রোতা দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করেই দিঠি এবার নতুন গান নিয়ে আসছেন। ভালোবাসা দিবসে প্রকাশ করার জন্য নতুন একটি গান গাইতে যাচ্ছেন তিনি। দিঠির বাবা প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানই গাইবেন তিনি। গানের কথা হচ্ছে ‘আকাশটা বাড়াচ্ছে মেঘ, বাতাসটা বাড়াচ্ছে বেগ’। গানটির সুর ও সঙ্গীতায়োজন করছেন ফয়সাল আহমেদ। দিঠি জানান, শিগগিরই গানটির রেকর্ডিং সম্পন্ন করবেন তিনি। যেহেতু সামনে ভালোবাসা দিবস, তাই ভক্ত-শ্রোতাদের জন্য নতুন একটি গান নিয়ে আসছি। গানটির রেকর্ডিংয়ের পর এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তারও প্রস্তুতি চলছে। আশা করছি, গানটি ভালো হবে। কারণ আব্বুর গানের কথা খুবই চমৎকার। আমার হৃদয় ছুঁয়ে গেছে। সব শ্রেণীর শ্রোতাদের ভালোলাগার জন্যই গানটি গাইতে যাচ্ছি।’ উল্লেখ্য, এ পর্যন্ত দিঠির চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হচ্ছে ‘লাল গোলাপের শুভেচ্ছা’, ‘মরণ যদি হয়’, ‘একালের গান সেকালের গান’ ও ‘পোড়া চোখ’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা দিবসে দিঠির নতুন গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ