পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ আগামী শনিবার খুলে দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংঘর্ষের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার করারও সিদ্ধান্ত হয়।
কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. সাহেনা আক্তার জানান, শনিবার ক্লাস শুরু হবে। তার আগে ছাত্রীদের হোস্টেল খুলে দেওয়া হবে। তবে ছাত্রাবাস খোলার ব্যাপারে আরেকটু সময় নেওয়া হচ্ছে। গত ২৯ ও ৩০ অক্টোবর ক্যাম্পাস ও প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গ্রুপ ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার পর কলেজ ও ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়ে গতকাল ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে ৮ জনকে দুই বছর, দুজনকে দেড় বছর ও ২০ জনকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। তদন্ত কমিটি সংঘর্ষের জন্য ছাত্রলীগের দুই পক্ষকে দায়ী করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।