মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত কাশ্মীরের প্রখ্যাত মানবাধিকার কর্মী খুররম পারভেজকে প্রায় জামিন অযোগ্য ঔপনিবেশিক আমলের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনী। দেশটির সন্ত্রাস-দমন সংস্থা এনআইএ তার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ এবং ‘ষড়যন্ত্রে’র অভিযোগ এনেছে।
ভারত-শাসিত কাশ্মিরে খুররম পারভেজের বাড়ি এবং অফিসে অভিযান চালানোর পর তাকে গ্রেফতার করে এনআইএ। গ্রেফতার নিয়ে এনআইএ কোনো মন্তব্য না করলেও বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ এবং তার মুক্তির দাবি উঠেছে।
ভারতের মানবাধিকার কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য ব্যবহারকারীরা খুররম পারভেজের গ্রেফতারের ঘটনাকে মানবাধিকার কর্মীদের কণ্ঠরোধ এবং শাস্তি দেওয়ার প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছেন।
গত সোমবার এনআইএর তদন্তকারীরা খুররমের বাড়ি এবং কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরে জেকেসিসিএসের কার্যালয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলেও পরবর্তীতে সন্ধ্যার দিকে গ্রেফতার দেখানো হয়।
নরেন্দ্র মোদি সরকারের কট্টর সমালোচক কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজ। কাশ্মীর-ভিত্তিক খুররমের বেসরকারি সংস্থা জম্মু কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোস্যাইটি (জেকেসিসিএস) অতীতে উপত্যকায় মানবাধিকারের লঙ্ঘন এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের খতিয়ান বেশ কয়েকটি প্রতিবেদনে তুলে ধরে।
২০১৬ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৩৩তম অধিবেশনে যোগ দিতে সুইজারল্যান্ডে তাকে যেতে দেয়নি ভারত সরকার। পরদিন তাকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। পরে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনা এবং ক্রমবর্ধমান চাপের মুখে দেশটির সরকার গ্রেফতারের ৭৬ দিন পর কাশ্মীরের এই মানবাধিকার কর্মীকে মুক্তি দেয়।
এদিকে, খুররম পারভেজের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ম্যারি ললোর। তিনি বলেছেন, পারভেজ সন্ত্রাসী নন। তিনি একজন মানবাধিকারের রক্ষক। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এই কর্মকর্তা। সূত্র : বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।