Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতলে রাউন্ড ষোলতে ম্যানইউ হারলে বিপদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১০:১১ পিএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ গ্রুপ এফ-এ রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। 
 
বর্তমানে গ্রুপ এফ-এ সমান ৭ পয়েন্ট করে তুলে নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়স্থানে আছে ম্যানইউ ও ভিয়ারিয়াল। আজ যদি স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে রোনালদোরা জয় তুলে নিতে পারে তাহলে এক ম্যাচ হাতে রেখেই রাউন্ড ষোল নিশ্চিত হবে তাদের। তাছাড়া ড্র করলে ও গ্রুপের অপর ম্যাচে ইয়ং বয়েজ যদি রুখে দেয় আটালান্টাকে তাতেও কাজ হবে। ম্যানইউ  যদি হেরে যায় তখনো সুযোগ থাকবে। কিন্তু বিষয়টি জটিল হয়ে যাবে।  অন্যদিকে ভিয়ারিয়াল যদি জিতে যায় তাহলে তাদের নকআউটে জায়গা করে নেয়ার বিষয়টি সময়ের ব্যবধান হয়ে দাঁড়াবে। 
 
ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ভিয়ারিয়ালের বিপক্ষে কখনো হারেনি। দুই দল চ্যাম্পিয়ন্স লিগে আগে আরো পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতেই জয় পেয়েছে রেড ডেভিলরা। অপর ম্যাচটি ড্র হয়েছে। তবে আজ ম্যানইউ খেলতে নামছে প্রচন্ড চাপ নিয়ে। কারণ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়াটফোর্ডের মতো দলের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে তারা। শুধু তাই নয় প্রিমিয়ার লিগে নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই হেরেছে তারা। এর জেরে কোচ ওলে গানার সুলশার বরখাস্ত হয়েছেন। আজ রোনালদোরা খেলতে নামবেন অন্তবর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে। যদি রোনালদোরা ভিয়ারিয়ালকে হারাতে পারে তাহলে গত কয়েকদিন ধরে যে অস্থিরতা চলছে ক্লাবে তা কিছুটা হলেও কমবে।
 
আজকের ম্যাচটিতে ম্যানইউ খেলবে বেশ কয়েকজন তারকাকে ছাড়া। ইনজুরির কারণে পল পগবা, রাফায়েল ভারানে থাকবেন না। করোনা পজিটিভ হওয়ায় অনুপস্থিত থাকবেন ম্যাসন গ্রিনউড। তাছাড়া এডিসন কাভানি পুরোপুরি সেরে না উঠায় তার থাকার সম্ভাবনাও কম। এতে করে তাদের উপর চাপ আরেকটু বাড়বে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ