প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কাদের খান এক সব্যসাচী অভিনেতা ছিলেন। কমেডি, খল এবং পজিটিভ চরিত্র তিনি করতে পারতেন পরম দক্ষতার সঙ্গে। তার চাহিদা শেষ পর্যন্ত ফুরায়নি। কিন্তু হঠাৎ তিনি সব ছেড়েছুড়ে কানাডায় নিভৃত জীবন কাটাতে শুরু করেন। সেখানেই ছিলেন আমৃত্যু। সবার কৌতূহল তার অবসর নেবার কারণ নিয়ে। মৃত্যুর আগে তিনি এক সাক্ষাতকারে তাই বলে গিয়েছিলেন। কাদের খান বলেন, ‘আমি বিদায় নিয়েছিলাম কারণ যাদের সঙ্গে কাজ করা উপভোগ করতাম- মনমোহন দেসাই (বামের ইনসেট) আর প্রকাশ মেহরা (ডানের ইনসেট), তারা মৃত্যুবরণ করেন। তারা ছিলেন প্রতিষ্ঠানের মত, তারা ছিলেন একই সঙ্গে আমার শিক্ষক এবং শিক্ষার্থী।’ তিনি সেই সময় আরও বলেছিলেন, ‘তারা আমাকে কিছু শিখিয়েছিলেন এবং আমার কাছ থেকেই কিছু শিখেছিলেন। তারা এই দুনিয়া ছেড়ে যান, আমিও আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। এরপর আমি ডেভিড ধাওয়ান আর গোবিন্দার সঙ্গে কয়েক বছর কাজ করেছি। আমি লিখতে পছন্দ করতাম, তবে সেই সুযোগও চলে যেতে থাকে।’ ‘যতদিন কাজ করেছি আমার সংলাপ আমি নিজেই লিখতাম। আমি গোবিন্দার সংলাপও সংশোধন করতাম। তবে পুরো চিত্রনাট্য লেখাই পছন্দ করতাম।’ কাদের খান মেহরার ‘খুন পাসিনা’ এবং ‘লাওয়ারিশ’ ফিল্মের এবং দেসাইয়ের ‘’পারভারিশ’, ‘ধরম বীর’, ‘সুহাগ’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘নাসিব’, ‘কুলি’ এবং ‘দেশ প্রেমী’ ফিল্মগুলোর চিত্রনাট্য রচনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।