মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাথে সংঘর্ষে নয় ইরানি সৈন্য নিহত হয়েছে। সোমবার আইআরজিসির নৌ শাখার প্রধান কমোডোর আলীরেজা তানগসিরির বরাত দিয়ে এই খবর জানায় ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। কমোডোর তানগসিরি বলেন, পারস্য উপসাগরে এই সংঘর্ষে আইআরজিসির নয় সৈন্য নিহত হয়। তবে কবে এই সংঘর্ষ হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আইআরজিসি নৌ অধিনায়ক বলেন, ইরানের নিহতদের প্রতিশোধে মার্কিন নৌবাহিনী লক্ষ্য করে আরো নয়টি হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের শহীদদের জনয় আমরা নয়টি হামলা করেছি।’ তবে কবে এসব হামলা করা হয়, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে ইরানের বিবৃতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।