Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে এমন পাঁচটি দলের নাম বললেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ৬:১৭ পিএম
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সঙ্গে সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাতকার দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই সাক্ষাতকার বিভিন্ন প্রশ্নের জবাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। তার মধ্যে একটি প্রশ্ন ছিল এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে কোন দল। এ প্রশ্নের জবাবে পাঁচটি দলের নাম উল্লেখ করেছেন আর্জেন্টাইন জাদুকর। তাছাড়া নিজ দল পিএসজি সম্ভাবনা কেমন এটিও বলেছেন তিনি। 
এ ব্যপারে মেসি বলেন, ‘লিভারপুল এখন ভালো করছে। লিভারপুলের যে দলটি সর্বশেষবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে, এখন এ দলটি সেরকম হয়ে উঠেছে। তাছাড়া ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ রয়েছে (শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে)।’
 
‘তাছাড়া আরো দল আছে যারা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য লড়াই করতে পারে। চ্যাম্পিযন্স বর্তমান সময়ে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।  কারণ অনেকগুলো দল শিরোপা জিততে পারে।’
 
অপরদিকে পিএসজির চ্যাম্পিয়ন হওয়ার ব্যপারে তিনি বলেন, ‘সবাই বলে আমরা অনেক বড় ফেভারিট। আমি এটা অস্বীকার করব না যে আমরা শিরোপা প্রত্যাশী, কিন্তু সত্যিই শক্তিশালী একটা দল হয়ে উঠতে আমাদের আরও অনেক কাজ করতে হবে।’


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ