Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় শতাধিক শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইল জেলায় ৭৩টি নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সহস্রাধিক এবং সখিপুর উপজেলায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড়শতাধিক নন-এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফেডারেশন ক্লাসবর্জন, মানবন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন। গত বুধবার বেলা ১১টায় একযোগে সারাদেশে সাড়ে আট হাজার নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী নিজ নিজ জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি পালন করে। বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল শহীদ মিনারের সামনে নন-এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন কর্মসূচিতে শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নন-এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সখিপুর শাখার সভাপতি রবিউল ইসলাম, সাগরদিঘী কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, ভূয়াইদ বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান, সানস্টার বিএম কলেজের অধ্যক্ষ নাসিরউদ্দিন প্রমুখ। নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শেখ রফিকুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলায় আমরা নন-এমপিওভুক্ত সহস্রাধিক শিক্ষক- কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি, সরকার এমপিওভুক্তির দাবি না মানলে আমরা আগামী ২৬ অক্টোবর সারাদশের নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেড় শতাধিক শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ