রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে ইয়াবাসহ ২ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে গত বুধবার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন খোকন (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে পার্শ¦বর্তী নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া গ্রামের মৃত তাজুল ইসলাম মজুমদারের পুত্র। চৌদ্দগ্রাম থানার এএসআই মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের দেড়কোটা বাজারে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন খোকনকে আটক করি। পরে তার শরীর তল্লাশি করে শার্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার সানিলা স্টোরের সামনে থেকে ৭শ’ ৫৫ পিস ইয়াবাসহ ফরিদা পারভীন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১৪। জানা যায়, গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের আবুবকর সিদ্দিকের স্ত্রী মাদক বিক্রেতা ফরিদা পারভীনকে ৭শ’ ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। পরে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।