রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাবিয়া বিবির হাতে গত বুধবার পরিষদ চত্বরে নারী শ্রমিক মিনা বিবি লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে লাঞ্চনার শিকার নারী শ্রমিক মিনা বিবি ওই দিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য মাবিয়া বিবি প্রায় ১ মাস পূর্বে জোহালী মাটাই গ্রামের রেজাউল সাখিদারের স্ত্রী নারী শ্রমিক মিনা বিবিকে মাটি কাটা কাজ পাইয়ে দেয়ার জন্য তার কাছ থেকে ২ হাজার টাকা গ্রহণ করে। দীর্ঘদিন যাবত কাজ প্রদান না করায় ঘটনার দিন গত বুধবার নারী শ্রমিক মিনা বেগম পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মাবিয়া বিবির সাথে দেখা করে কাজের বিষয়ে খোঁজ খবর জানতে চায়। এ সময় মহিলা মেম্বার মাবিয়া বিবি উত্তেজিত হয়ে উঠে এবং নারী শ্রমিক মিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে পা থেকে জুতা খুলে মারপিটও করে। এ সময় পরিষদের অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। এ ব্যাপারে পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ্জাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি সততা ও নিষ্ঠার সাথে পরিষদের সদস্যদের দায়িত্ব পালনের জন্য বারবার বলে থাকলেও মহিলা মেম্বার মাবিয়া বিবি তা মানেন নি। এ ব্যাপারে পরিষদের সভা আহ্বান করে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে মহিলা মেম্বার মাবিয়া বিবির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।