বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩জন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০ দশমিক ৪৯ ভাগ। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৩ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ৩০৪ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে কোন রোগী ভর্তি নেই সিলেটের কোন হাসপাতালে।
এদিকে, স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় প্রদত্ত তথ্যানুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৩০৪ জন। এছাড়া করোনায় সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১১৮০ জনের। এর মধ্যে ওসমানী মেডিক্যাল হাসপাতালে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেট করোনায় মৃতের সংখ্যা ৮৬৮ জনের। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন রয়েছেন হবিগঞ্জে। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট ২জন ও হবিগঞ্জে আর ১জন। ৬১৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদের। শনাক্তের হার ০.৪৯ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৫০ জন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ হাজার ৮৫৭ জনসহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮৭৫ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৭২ জন ও ৬৬৫৮ জন রয়েছেন হবিগঞ্জে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।