গতকাল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিন্তান। এর মাধ্যমে সিরিজের তিনটি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ম্যান ইন গ্রিনরা।
এই জয়ে পাকিস্তান এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে । ২০২১ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। তারা সব মিলিয়ে এ বছর ২০ ওভারের ২৭টি ম্যাচ খেলেছে।
আর এ বছর দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। তারা ২২টি ম্যাচ খেলে ১৬টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। আর এ বছর তৃতীয় সর্বোচ্চ ১৫টি ম্যাচে জয় পেয়েছে আফ্রিকারই টেস্ট খেলুড়ে দেশ দক্ষিণ আফ্রিকা। তারা ২৩টি ম্যাচ খেলে ১৫টি ম্যাচে জয় পেয়েছে।
২০১৮ সালে পাকিস্তান ১৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ১৭টি ম্যাচে জয় পেয়েছিল। এক বছরে এটিই ছিল কোন দেশের সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। এখন এ বছর নতুন করে আবার পুরনো রেকর্ড ছুঁয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
উল্লেখ্য যে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা দেয় তাদের অন্তর্ভুক্ত সব সদস্য দেশের মধ্যে হওয়া টি-টোয়েন্টি ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচিত হবে। ২০১৯ সালের ১ জানুয়ারী থেকে এটি কার্যকর আছে। ফলে ক্রিকেটে উগান্ডা অখ্যাত হলেও, তারা তাদের সমমানের দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলে থাকে। আর এ বছর ১৬টি ম্যাচে জয় তুলে নিয়ে ২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে তারা।