নতুন বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন মৌসুম শুরু করবে টাইগাররা। তবে এই সিরিজটিতে খেলতে পারবেন না দেশসেরা ওপেনার। নেপালে গিয়ে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান তিনি। সেই ব্যথা পুরোপুরি সেরে না উঠায় তাকে নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে যেতে হল।
গতকাল ইংল্যান্ডে অভিজ্ঞ ফিজিশিয়ানের পরামর্শ নিয়েছেন তামিম। তার হাতের অবস্থা পর্যবেক্ষণ করে ওই ফিজিশিয়ান জানিয়েছেন আরো এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। কোন অপারেশনের প্রয়োজন হবে না। ফলে ইংল্যান্ডে গিয়ে সুখবর ও খারাপ খবর দুটোই পেলেন তামিম। সুখবর হলো তাকে ছুরি কাচির নিচে যেতে হবে না। খারাপ খবর হলো বিশ্রামে থাকার কারণে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজটিতে খেলার বিষয়টি হাতছাড়া হয়ে গেল তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘ফিজিশিয়ানের সঙ্গে কথা বলেছে তামিম। কোনো সার্জারি লাগবে না। তবে এক মাস বিশ্রাম নিতে বলেছে। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছে না তামিম।’