Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
রাজশাহী বশ্বিবদ্যিালয়ের নবাব আবদুল লতফি হল থেকে মোতালেব হোসনে লিপু নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোতালেব হোসনে লিপু ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মোকিমপুর গ্রামের বদর উদ্দীনের ছেলে। তিনি রাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বভিাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হলের ডাইনিংয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, হলের এক কর্মচারী সকালে ডায়নিংয়ের পাশে লিপুর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ তার লাশ উদ্ধার করে। হলের কয়েক জন আবাসিক শিক্ষার্থী জানান, লিপু কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। রাত ৩টার দিকে তারা ছাদ থেকে নিচে কিছু একটা পড়ার শব্দ পেয়েছিলো। তবে তারা কি পড়েছে না দেখে ঘুমিয়ে পড়েন। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি লাফিয়ে আত্মহত্যা করেছেন তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবির হল থেকে ছাত্রের লাশ উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ