Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ৮ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

যশোর, সাভার, সুনামগঞ্জ, নওগাঁ ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
যশোর ব্যুরো জানায়, যশোরে পৃথক ঘটনায় ইজিবাইকের ধাক্কায় মাদরাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছে। গত রোববার রাতে সদর উপজেলায় ও গতকাল সকালে শার্শা উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার নওদাগা গ্রামের আখতারুজ্জামানের ছেলে মাদরাসা ছাত্র ইয়াসিন (১০) ও শার্শা উপজেলার বেনাপোল থানার ভবের বেড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জব্বার হোসেন (৪০) ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে। কোতোয়ালি থানার এসআই হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য দেয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল থানার ওসি মামুন জানান, এ রকম ঘটনা আমার জানা নেই।

সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, ঢাকার সাভারে দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। তিনি অটোরিকশা করে সাভারের রেডিও কলোনীর দিকে যাচ্ছিলেন। নিহত ফাতেমা আক্তার দিনা (১৯) সাভারের উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চর তুলাতলী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, দিনা সাভারের ভাকুর্তা থেকে এক বন্ধুর বাসার উদ্দেশ্যে সাভারের রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে একটি অটোরিকশা নিয়ে রেডিও কলোনী যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে গেলে অসাবধানতাবশত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যায়। এসময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ডাবর-জগন্নাথপুর সড়কে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী গাড়ী দুর্ঘটনায় ৩ শিশু নিহত ও ৮ জন আহত হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত রোববার রাত পৌনে ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের পুত্র খোকন দাস (২), সমীরণ দাসের পুত্র নিলয় দাস (৯) এবং লিপু চন্দের পুত্র প্রণব চন্দ (৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রীর দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নোহা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওয়ানা হন। রাত পৌনে ৯টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির নোহা মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে নোহা মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ীর ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ১১ যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর রাণীনগরে অটো টমটম গাড়ীতে থেকে পরে সাথী খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গতকাল স্কুলে যাওয়ার পথে উপজেলার বনমালীকুড়ী হঠাৎ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী উপজেলার সরিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সাথীর চাচা সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে একটি অটো টমটম গাড়ীতে চরে স্কুলে যাচ্ছিল সাথী। পথিমধ্যে বনমালী কুড়ি হঠাৎ পাড়া এলাকায় পৌঁছলে গাড়ী থেকে পরে যায়। এতে গুরুত্বর আহত হলে তাকে সিংড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সাথী ওই এলাকার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। থানার ওসি শাহিন আকন্দ বলেন, কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোর রাতে ঢাকাণ্ডশেরপুর সড়কে উপজেলার গোয়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার এসআই পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ