Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাতের স্ক্যান করাতে হাসপাতালে তাসকিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৭:৫৮ পিএম
পাকিস্তানের বিপক্ষে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ষষ্ঠতম ওভারে বল করছিলেন তাসকিন আহমেদ। অপরদিকে ব্যাট করছিলেন বাবর আজম। তাসকিনের করা বলে ড্রাইভ করেন। সেটি ঠেকাতে গিয়ে নিজের ডাননহাতে আঘাত পান। ওই সময় মাঠ থেকে বের হয়ে যান তাসকিন। তবে পরবর্তীতে আবার মাঠে এসে বলও করেন তিনি। কিন্তু ইনজুরির পরিমাণ কেমন হয়েছে বা এটি কেমন গুরুতর তা পরীক্ষা করতে হাসপাতালে নেয়া হয়েছে তাসকিনকে। 
 
বিসিবির একটি সূত্র তাসকিনের চোটের ব্যাপারে জানিয়েছে, ‘তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বল করার হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।’
 
এদিকে আগামী ২৬ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এখন এই ম্যাচটিতে তাসকিন খেলতে পারবেন কি-না এ নিয়ে তৈরী হয়েছে শঙ্কা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ