Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৫:৩৭ পিএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মধ্যে গত ১৮ নভেম্বর আগারগাঁওয়ে পর্যটন ভবনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী পর্যটন কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন হোটেল, মোটেল, রেস্ট হাউস, রেস্তোঁরা, কনফারেন্স হল ইত্যাদি সেবাসমুহ গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (গ্রেড-১) মোঃ হান্নান মিয়া উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) এবং উপসচিব মোঃ শহিদুল ইসলাম ভূঞা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক, অর্থ ও প্রশাসন, পরিকল্পনা) এবং যুগ্ম সচিব মোঃ আব্দুস সামাদ, মহাব্যবস্থাপক (পূর্ত) মোঃ মাহমুদ কবীর এবং মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও কর্পোরেট অ্যাফের্য়াস ডিভিশিন প্রধান মোঃ মুকিতুল কবীর, এভিপি ও হেড অফ আইএলএম ডিভিশন তপন জেমস রোজারিও সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মারক স্বাক্ষর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ