তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১২৫ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। আর এ রান তাড়া করতে ১৫ ওভার ১ বল খেলে ৮৩ রান করেছে পাকিস্তান। এ সময় ৪০ রান করে আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৩২ রানে সময় বাবর আজম বিদায় নেয়ার পর হায়দার আলীকে নিয়ে পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। অবশেষে অভিষিক্ত শহিদুল তাকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন। তিনি হায়দারকে নিয়ে জয়ের খুব কাছে চলে যাচ্ছিলেন।
এদিকে এর আগে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ২৮ রান করে পাকিস্তান। তবে ম্যাচের সপ্তম ওভারেই বল করতে এসে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বাবর দলীয় ৩২ রানের সময় ১৯ রান করে আউট হয়েছেন।
সিরিজের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ৭ ও ১ রানে ফিরেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ। তবে আজ তিনি প্রথমবারের মতো ১০ বা তার বেশি রান করতে সমর্থ হয়েছেন। কিন্তু তবুও তাাে শেষ পর্যন্ত বেশি দূর আগাতে দিল না টাইগাররা।