Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে অসমাজিকতার দায়ে যুবক-যুবতী আটক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৩:১৩ পিএম

এসএমপি গোয়েন্দা পুলিশের একটি দল অসামাজিকতার দায়ে ২ জনকে গ্রেফতার করেছে সিলেটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হোটেলের মালিক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। আজ সোমবার (২২ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। দীর্ঘদিন থেকে হোটেল ব্যবস্থাপক বিকাশের যোগসাজশে হোটেল আল সফিক আবাসিকে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতী বয়সী মেয়েদেরকে দিয়ে রমরমা দেহ বানিজ্য চলছিলো।

এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২১ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জের দিরাই থানাধীন নতুন কর্ণাগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের পূত্র আনজব আলী (৩৭) ও একই থানাধীন গইচ্ছা গ্রামের (২৭) এক তরুণী।

মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, দীর্ঘদিন থেকে অসামাজিক ব্যবসা পরিচালনার অভিযোগের পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এক যুবতীসহ দুজনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অসমাজিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ