Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভারটনকে তিন গোলে হারিয়ে দ্বিতীয়স্থানে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১১:০৮ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ এভারটনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে সিটিজেনরা। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। 
 
প্রথমার্ধের শেষ মূহুর্তে গোল করে সিটিকে এগিয়ে নেন রহিম স্টার্লিং। ৫৫ মিনিটে রদ্রি ও ৮৬ মিনিটে বার্নাদো সিলভা দলের হয়ে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন। আজকের ম্যাচটি ছিল স্টার্লিংয়ের ৩০০ তম লিগ ম্যাচ। 
 
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামার আগে নিজেদের শক্তিমত্তাটা জানান দিয়ে রাখল পেপ গার্দিওলার দল। 
 
ম্যাচটিতে আজ শুরুর একাদশে  ১৯ বছর বয়সী কোলে পালমারকে সুযোগ দেন গার্দিওলা। এর মাধ্যমে এই মিডফিল্ডারের লিগে অভিষেক হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ