Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফিফকে বল ছুঁড়ে মেরে শাস্তি পেলেন শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৬:৪১ পিএম
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিপদজনকভাবে আফিফ হোসেনের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি। তার ছুঁড়ে মারা বল গিয়ে আফিফের পায়ে আঘাত লাগে। এতে করে মারাত্বকভাবে আঘাত পান আফিফ। তবে এ ঘটনার পর শাহীন আফিফের কাছে দুইবার ক্ষমা চান ও দুঃখ প্রকাশ করেন। তবে যেহেতু  শাহীন আফ্রিদি ইচ্ছাকৃতভাবে এমন কান্ড ঘটিয়েছেন তাই তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ ঘটনার জন্য শাহিনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ও এক ডিমেরিট দিয়েছে। 
 
শাহীনের এমন আচরণ আইসিসির আচরণবিধির ২.৯ ধারার লঙ্ঘন। এই ধারায় বলা আছে কোনো খেলোয়াড়, খেলোয়াড়ের সহকারী, আম্পায়ার, ম্যাচ রেফারি, ম্যাচ অফিসিয়াল কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বিপজ্জনকভাবে বল কিংবা বোতল ছুড়ে মারা আচরণবিধির লঙ্ঘন। যার সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া। সেক্ষেত্রে শাহীন আফ্রিদি সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন।
 
এদিকে ম্যাচটি শেষে এমন ঘটনার পর আফিফের কাছে গিয়ে সরি বলেন শাহীন। এর একটি ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ