Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণ ইউএচটি মিল্ক এর ‘উইন্টার ফেস্ট’ ক্যাম্পেইন শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৫:০১ পিএম

প্রাণ ইউএইচটি মিল্ক শুরু করেছে ‘উইন্টার ফেস্ট’ ক্যাম্পেইন। এর আওতায় অংশগ্রহণকারীরা প্রাণ ইউএইচটি মিল্কের এক লিটারের প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশনের মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।

পুরস্কার হিসেবে থাকছে শীতকালীন কমফোর্টার ও অনলাইন কেনাকাটার মাধ্যম অথবাডটকম থেকে প্রাণ ডেইরীর পণ্য ক্রয়ে ১০ শতাংশ নগদ মূল্যছাড়। ২১ নভেম্বর থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ বিষয়ে প্রাণ ডেইরীর প্রধান বিপণন কর্মকর্তা রাজিবুল ইসলাম লেনিন বলেন, “গুণগত মানের কারণে প্রাণ ইউএইচটি মিল্ক ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। ক্রেতাদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য আনতে এবং তারা যেন ইউএচটি মিল্ক কিনতে আরও উৎসাহ পান সেজন্য আমরা শীতের শুরুর দিকে এ অফার এনেছি। যেকেউ ক্যাম্পেইনে এ অংশ নিলে পেয়ে যেতে পারেন বিশেষ মূল্যছাড় কিংবা শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পণ্য কমর্ফোটার”।

প্রাণ ইউএইচটি মিল্কের ব্র্যান্ড ম্যানেজার মোঃ রোকনুজ্জামান জানান, “ক্যাম্পেইনে অংশ নিতে অংশগ্রহণকারীকে প্রথমে এক লিটার কিউআর কোড সংবলিত প্রাণ ইউএচটি মিল্কের বিশেষ প্যাকেট সংগ্রহ করতে হবে। এরপর এর প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন ধাপ পূরণ করলেই সুযোগ রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার। একটি প্যাকেট একবারই স্ক্যান করার সুযোগ রাখা হয়েছে”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ