ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়াটফোর্ডের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারকায় ভরপুর ম্যানচেস্টার ইউনাইটেড।
এই হারের মাধ্যমে ওয়াটফোর্ডের বিপক্ষে প্রথমবারের মতো টানা দুটি ম্যাচে হেরেছে রেড ডেভিলরা
তাছাড়া এই হারের মাধ্যমে প্রিমিয়ার লিগে নতুন করে জায়গা করে নেয়া কোন দলের বিপক্ষে ১৯৮৯ সালের পর সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৮৯ সালে প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়া ম্যানসিটির বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে হেরেছিল তারা।
ম্যাচটিতে মাত্র ২৮ মিনিটের সময় ওয়াটফোর্ড জে কিংয়ের গোলে এগিয়ে যায়। এরপর ৪৪ মিনিটের সময় সার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৫০ মিনিটের সময় ভেন ডি ভিক গোল করে একটি গোল শোধ করেন। তখন মনে হচ্ছিল হয়ত সমতায়ও ফিরবে তারা। তবে ৬৯ মিনিটের সময় অধিনায়ক হ্যারি মাগুইর লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তাদের এ সম্ভাবনা কমে আসে। এরপর ৯০ ও ৯৬ মিনিটের সময় পর পর দুটি গোল করে ওয়াটফোর্ড বড় জয় তুলে নেয়।