Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিটিভি ফুটেজে ধরা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

সাদা রঙের কুকুরের অবয়বের সঙ্গে ছুটে বেড়াচ্ছিল তার পোষ্যটি। বাড়ির উঠানে থাকা সিসিটিভি ক্যামেরায় এমন অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠেছিলেন জেক ডে মার্কো।
ভিডিও ফুটেজ ভাল করে খতিয়েও দেখেন তিনি। না, চোখের ভুল নয়। সেই একই দৃশ্য। ক্যামেরায় ধরা পড়েছে সাদা রঙের কুকুরের অবয়ব! আর সেই অবয়বের সঙ্গে ছুটে বেড়াচ্ছে তার পোষ্য রাইডার। ঘটনাটি অস্ট্রেলিয়ার মেলবোর্নের।

কেটার্স নিউজ এজেন্সির কাছে জেক দাবি করেছেন, তার বাড়ির চারপাশে উঁচু পাঁচিল। কোনও ভাবেই সেই পাঁচিল টপকে বাড়িতে অন্য কোনও জন্তু ঢুকে পড়ার সম্ভাবনা নেই। সত্যিই কি ওটা কোন কুকুরের ‘ভূত’! যদিও এর কোনও সদুত্তর মেলেনি।
জেক বলেন, ‘রাতে ধূমপান করতে ঘরের বাইরে বেরিয়েছিলাম। ঘরের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো। আমার পিছু পিছু পোষ্য রাইডারও বেরিয়েছিল। হঠাৎ দেখি সে ছুটোছুটি শুরু করেছে। দেখে মনে হচ্ছিল কারও সঙ্গে খেলছে। রাতে সাধারণত রাইডার এ রকম করে না।’

ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলেন না জেক। সিগারেট শেষ হতেই ঘরে ঢোকেন। সন্দেহ হওয়ায় ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। সেটা দেখতে গিয়েই আঁতকে ওঠেন জেক। তার দাবি, ‘আমার ধারণা ঠিকই ছিল। ওখানে রাইডার একা ছিল না। ওর সঙ্গে আরও কেউ ছিল। সিসিটিভি ফুটেজে কুকুরের অবয়ব ধরা পড়েছে।’
তাহলে কি এটা কুকুরের ভূত? নেটমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন জেক। আর নেটমাধ্যমে ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সূত্র : নিউজব্রেক ডটকম।



 

Show all comments
  • Dulal Chowdhury ২১ নভেম্বর, ২০২১, ৭:৩৫ এএম says : 0
    সিগারেটের ধোয়া
    Total Reply(0) Reply
  • Aleef Rahman Alamin ২১ নভেম্বর, ২০২১, ৭:৩৬ এএম says : 0
    This is nothing just reflection
    Total Reply(0) Reply
  • Sanjay Syam ২১ নভেম্বর, ২০২১, ৭:৩৭ এএম says : 0
    ওটা কুকুর। রোজ আসেনা। সেদিন হয়তো এসেছিল। অবাক হবার কিছুই নেই ।
    Total Reply(0) Reply
  • মোহাম্মাদ রায়হান হুসাইন কুষ্টিয়া ২১ নভেম্বর, ২০২১, ৭:৩৭ এএম says : 0
    ঠিক ভুতুরে কুকুর এটা।
    Total Reply(0) Reply
  • রুহান ২১ নভেম্বর, ২০২১, ৮:৫০ এএম says : 0
    ভুত বলে আদৌ কিছু আছে ?
    Total Reply(0) Reply
  • হাবীব ২১ নভেম্বর, ২০২১, ৮:৫০ এএম says : 0
    এগুলো নিয়ে কথা না বলাই ভালো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ