Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার বিয়ে করছেন প্রভা!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

অভিনেত্রী-মডেল সাদিয়া জাহান প্রভা কি আবারও বিয়ে করছেন? এমন একটি প্রশ্ন বেশ কয়েক দিন ধরেই নাট্যাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। যদিও এ নিয়ে প্রভা কোনো মন্তব্য করছেন না। তবে তার কাছের লোকজন বলছেন, প্রভা বিয়ে করছেন। ইতোমধ্যে বাগদানও সেরে ফেলেছেন, তাও গত বছর। প্রভার ঘনিষ্ট সূত্র বলছে, আগের দুটি বিয়ের তিক্ত অভিজ্ঞতা থাকায় প্রভা তার ব্যক্তিগত জীবনের কোনো কিছুই প্রকাশ্যে আনেন না। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টটিও প্রাইভেসি করে রাখেন। তবে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা বিভিন্ন ছবিতে প্রভার বাগদানের বিষয়টি স্পষ্ট হয়েছে। অনেক ছবিতে তার আঙুলে দেখা গেছে আংটি। যদিও প্রভা তার ভ্যারিফাইড ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এর মাধ্যমে তার বিয়ের বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। এদিকে, বিভিন্ন সময়ে ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে প্রভার স¤পর্কের কথা শোনা যায়। এ নিয়ে অবশ্য প্রভা কিংবা ওই অভিনেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রভা প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপরই প্রভার প্রাক্তন প্রেমিক-বাগদত্তার সঙ্গে প্রভার একটি ভিডিও প্রকাশিত হলে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামে এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। কিন্তু মনের মিল না হওয়ায় তারা আলাদা হয়ে যান।



 

Show all comments
  • MD Abdur Rob????♥ ২১ নভেম্বর, ২০২১, ৪:২৩ পিএম says : 0
    ????????♥♥আই লাভ ইউ♥♥????????
    Total Reply(0) Reply
  • Mamun Biswas ২২ নভেম্বর, ২০২১, ১০:৪৩ এএম says : 0
    ভালো হইছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে করছেন প্রভা

২১ নভেম্বর, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ