Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বালিকা বধূ’ দ্বিতীয় মৌসুমে পরিণত আনন্দির ভূমিকায় শিবাঙ্গি জোশি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘বালিকা বধূ’র দ্বিতীয় সিজন শুরু হবে এই বছরের আগস্টে। স্বাভাবিকভাবেই বেশ বড় একটা লিপ নিয়ে কাহিনীর সূচনা হবে। জানা গেছে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত শিবাঙ্গি জোশি পরিণত বয়সের আনন্দির ভূমিকায় অভিনয় করবেন। শ্রেয়া পাটেল এবং বংশ সায়ানি বর্তমানে কেন্দ্রীয় দুই ভূমিকায় অভিনয় করছে। ধারাবাহিকের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, “পরিণত আনন্দির ভূমিকায় বেশ কয়েকজন শিল্পীকে বিবেচনা করার পর আমরা শিবাঙ্গিকে চূড়ান্ত করেছি। শিবাঙ্গি ভাল অভিনেত্রী, তিনি এই চরিত্রে ভাল মানাবেন। আমরা কাস্টে তার যোগ দেয়ায় অপেক্ষায় আছি। আগামী মাসে বা নভেম্বরে এই সময় লিপ আশা করা যায়।” শিবাঙ্গিকে মন্তব্য করার জন্য পাওয়া যায়নি। তিনি ‘পারভারিশ- কুছ খাট্টি কুছ মিঠি’, ‘খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিচোলি’, ‘বেইন্তেহা’ সিরিয়ালগুলোতে অভিনয় করেছেন। ‘বেগুসারাই’তে পুনম কুমারী ঠাকুরের ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’তে তাকে সবচেয়ে প্রশংসা এনে দেয়। তিনি আকশারা (হিনা খান) এবং নৈতিকের (করণ মেহরা) কন্যা নায়রার ভূমিকায় অভিনয় করেছেন। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ নতুন সময় লিপ নেবার পর নতুন শিল্পী যোগ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ