প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মার্টিন-রজারের জাদু ফিরছে পর্দায়। এই দুই চরিত্র নিয়ে নির্মিত ‘লিথাল ওয়েপন’ সিরিজের পঞ্চম পর্ব নির্মিত হবে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে। অভিনেতা-পরিচালক মেল গিবসন এই পর্ব পরিচালনা করবেন। রিচার্ড ডনার সিরিজের প্রথম চার পর্ব পরিচালনা করেছেন। এই বছর জুলাইতে ডনারের মৃত্যুর পর সম্ভাবনাময় সিরিজটির এগুনো থেমে যায়। ১৯৮৭, ১৯৮৯, ১৯৯২ এবং ১৯৯৮তে পরপর চারটি পর্ব মুক্তি পায়। ৯১ বছর বয়সে মৃত্যুর আগে পর্যন্ত তিনি আরেকটি পর্ব নির্মাণের পরিকল্পনা অব্যাহত রেখেছিলেন। ডেনজেল ওয়াশিংটন অভিনীত ‘ইকুয়ালাইজার’ ফিল্ম দুটির কাহিনীকার রিচার্ড ওয়েঙ্ক এরই মধ্যে ‘লিথাল ওয়েপন ফাইভ’-এর কাহিনীর খসড়া করেছেন। গত সপ্তাহান্তে লন্ডনে এক অনুষ্ঠানে গিবসন ঘোষণা করেন তিনি ডনারের পর পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন। গিবসন এবং শুলার ডনারের সঙ্গে প্রযোজনা করবেন রাইডব্যাক প্রডাকশনের ড্যান লিন এবং জনাথান আইরিক। ডেরেক হফম্যান ফিল্মটির নির্বাহী প্রযোজক। ফিল্মটি নির্মিত হবে ওয়ার্নারের স্ট্রিমিং প্লাটফর্ম এইচবিও ম্যাক্সের জন্য। ‘লিথাল ওয়েপন’ প্রথম পর্ব মুক্তি পায় ১৯৮৭তে। ফিল্মের প্রধান দুই চরিত্র লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের দুই পুলিশ অফিসার ডিটেকটিভ মার্টিন রিগস এবং রজার মুরটো; এই দুই ভূমিকায় যথাক্রমে অভিনয় করেন গিবসন এবং ড্যানি গ্লোভার (ছবিতে ডানে)। এই চরিত্র নিয়ে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত টিভি সিরিজ চলেছে ক্লেইন ক্রফোর্ড এবং ডেমন ওয়েয়ানকে নিয়ে; এরা দুজন তরুণ রিগস এবং মুরটোর ভূমিকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।