Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানির ‘হাই রিস্ক’ তালিকায় যুক্ত হলো আরও ৪ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ৬:৪৩ পিএম

ইউরোপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকা দেশগুলি থেকে আসা করোনা টিকা না নেওয়া পর্যটকদের জার্মানিতে প্রবেশের পর বাধ্যতামূলক কোয়ারান্টিন করতে হয়। ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার ফলে এই ‘হাই রিস্ক’ বা উচ্চ ঝুঁকির তালিকায় বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস ও আয়ারল্যান্ডকে যুক্ত করলো জার্মানি। -ডয়েচে ভেলে

শুক্রবারের এই ঘোষণা কার্যকর হবে আগামীকাল রবিবার থেকে। ইউরোপে মান্যতা পাওয়া করোনা টিকাগুলির মধ্যে কোনোটিই না নেওয়া থাকলে সেই যাত্রীদের জার্মানিতে এসে দশদিন কোয়ারান্টিনে থাকতে হবে। যদি কোয়ারান্টিনের পাঁচদিন থাকার পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে, তাহলে এরপর থেকে কোয়ারান্টিনে না থাকলেও চলবে। উচ্চ ঝুঁকির তালিকায় যুক্ত হওয়া চারটি দেশে সংক্রমণ বাড়ার ফলে সেসব দেশেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য গণপরিসরে নানা নিষেধাজ্ঞা জারি রয়েছে। আয়ারল্যান্ডে টিকা না নেওয়া ব্যক্তিরা বার বা নাইটক্লাবে যেতে পারবেন না। গ্রিসেও এই নির্দেশ কার্যকর রয়েছে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামের ক্ষেত্রে এই কড়াকড়ি থাকছে কর্মক্ষেত্রেও।

জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়াতে বাড়ন্ত করোনা সংক্রমণের ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে বার্ষিক ক্রিস্টমাস মার্কেট। বাভারিয়ার যে সমস্ত জেলায় সংক্রমণের হার প্রতি দশ লাখ মানুষে এক হাজার ছাড়িয়েছে, সেখানে জারি আছে লকডাউন। বর্তমানে লকডাউনের আওতায় রয়েছে বাভারিয়ার আটটি জেলা। জার্মানিজুড়ে এই মুহূর্তে প্রযোজ্য রয়েছে ‘২জি’ নিয়ম, অর্থাৎ, গণপরিসরে চলাফেরার ক্ষেত্রে ছাড় দেওয়া আছে কেবল টিকাপ্রাপ্ত বা করোনা থেকে সদ্য সেরে ওঠা ব্যক্তিদের জন্যেই। বেশিরভাগ দোকান, রেস্তোরাঁ, সিনেমা হল, বার-পাব বা উৎসবে অংশ নিতে পারবেন না টিকা না নেওয়া ব্যক্তিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ